কুকি-চিনের রক্তথাবায় বিপন্ন সবুজ পাহাড়

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২২ জুন ২০২৩, ০৯:২৬

কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। গত কয়েক মাসে হয়ে উঠেছে পাহাড়ের আতঙ্ক। উগ্রবাদী সংগঠনটির ভয়াল থাবায় অশান্ত বাংলাদেশের পর্যটনের স্বর্গখ্যাত বান্দরবান। জৌলুস হারিয়েছে বেশ কিছু পাহাড়। এলাকাছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বহু মানুষ। নিজেদের মুক্তিকামী দাবি করা এ সংগঠন শুধু নিজেদের আন্দোলন নিয়ে থেমে নেই। নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সদস্যদের অস্ত্র প্রশিক্ষণ দিয়ে করছে সহযোগিতা। গোয়েন্দারা এ তথ্য প্রকাশ্যে আনলে শুরু হয় অভিযান। এসময় প্রাণ দিয়েছেন কয়েকজন সেনাসদস্য। টানা অভিযানে ধরা পড়েছেন বেশ কয়েকজন জঙ্গি ও কেএনএফ সদস্য। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ গোলা-বারুদ। এক পাহাড় সন্ত্রাসমুক্ত করতেই আরেক পাহাড়ে আস্তানা গাড়ছেন তারা।


পাহাড়ে বসবাসরত সাধারণ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জন্য অশান্তি ডেকে নিয়ে এসেছে উগ্রবাদী সংগঠনটি। তাদের অত্যাচারে রুমা উপজেলার সীমান্তবর্তী রেমাক্রীপ্রাংসা ইউনিয়নের সাধারণ বাসিন্দারা বাধ্য হয়েছেন বাড়ি-ঘর ছাড়তে। নিরাপত্তার স্বার্থে তারা এখন সরকারি আশ্রয়কেন্দ্রে। সবুজ পাহাড়ের জীব ও প্রাণিবৈচিত্র্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। বড় বড় গাছ কেটে ফেলেছে তারা। প্রায় সব ধরনের প্রাণী নেই বললেই চলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us