দুর্যোগকালে বার্তা বহনকরবে প্রশিক্ষিত পায়রা

প্রথম আলো প্রকাশিত: ২২ জুন ২০২৩, ০৭:৩৬

খুদে বার্তা আর ই-মেইলের যুগে হাতে লেখা চিঠিপত্র আদান-প্রদান উঠে যাওয়ার পথে। কালের বিবর্তনে হারিয়ে যাওয়ার পথে ডাকব্যবস্থা। কিন্তু প্রযুক্তির উৎকর্ষের এই সময়ে এসে যদি বার্তা বহনে প্রাচীন যুগের ‘পায়রাপদ্ধতি’ ব্যবহারের কথা শোনেন, তাহলে নিশ্চয়ই বিস্মিত হবেন।


কাজটি করবে ভারতের পূর্বাঞ্চলীয় ওডিশা রাজ্যের পুলিশ। দুর্যোগে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হলে বার্তা বহনের জন্য একঝাঁক পায়রাকে প্রশিক্ষণ দিচ্ছে ওডিশার কটক জেলা পুলিশ।


ব্রিটিশ ঔপনিবেশিক আমলে থানাগুলো নিজেদের মধ্যে যোগাযোগে পায়রা ব্যবহার করত। ওডিশা রাজ্যের বার্তাবাহক পায়রা পরিষেবা বিভাগ এ কাজে শতাধিক ‘বেলজিয়ান হোমার’ জাতের পায়রাকে প্রশিক্ষণ দিচ্ছে।


কটক জেলার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ সতীশ কুমার গজভিয়ে বলেন, ‘ঐতিহ্য বিবেচনায় নিয়ে আমরা এসব পায়রা রেখেছি। পরবর্তী প্রজন্মের জন্য আমরা সেগুলোকে সংরক্ষণ করছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us