আমার রান্না খুব ভয়ংকর

সমকাল প্রকাশিত: ২২ জুন ২০২৩, ০৭:০১

আর সবার মতো জনপ্রিয় তারকাদেরও আছে ব্যক্তিগত জীবন। যার অনেক কিছুই থাকে পাঠকের অজানা। তারকার অজানা কথাগুলো নিয়ে হাঁড়ির খবর। আজ হাঁড়ির খবর বললেন সোহানা সাবা


অভিনয় আপনার প্রাণ; সেই অভিনয়কে যদি নিষিদ্ধ ঘোষণা করা হয়, কী করবেন?


সোহানা সাবা: রিয়েল লাইফে অভিনয় শুরু করব। কোথাও না কোথাও তো প্রয়োগ করতে হবে।


আপনার সবচেয়ে বড় দুর্বলতা, যা দিয়ে বোকা বানানো যায়?


সোহানা সাবা: আমি হয়তো রেগে আছি, তখন প্রিয় মানুষদের প্রসঙ্গ কথার মধ্যে জুড়ে দিলে শান্ত হয়ে যাই।


কোন পরিস্থিতিতে পড়লে কাউকে কষিয়ে চড় মারতে ইচ্ছা হয়?


সোহানা সাবা: প্রতিমুহূর্তেই কাউকে না কাউকে চড় মারতে ইচ্ছা হয়। ইচ্ছা যখন প্রবল হয়, তখন নিজেকে স্থির রাখার চেষ্টা করি।


কোন শব্দটি দিনে বেশিবার ব্যবহার করেন?


সোহানা সাবা: ও মাই গড!


জীবনে শ্রেষ্ঠ পাওয়া উপহার...


সোহানা সাবা: এখনও পাইনি। আশা করছি, জলদি পেয়ে যাব। যখন পাব তখন বলতে পারব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us