You have reached your daily news limit

Please log in to continue


ভারত নিয়ে যুক্তরাষ্ট্র কেন উভয়সংকটে

আন্তর্জাতিক রাজনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট উড্রো উইলসনের একটি উক্তি বেশ জনপ্রিয়: ‘[কোনো রাষ্ট্রের] বিদেশ নীতি [সে দেশের] অভ্যন্তরীণ নীতিরই সম্প্রসারণ।’ যুক্তরাষ্ট্র ও ভারতের সাম্প্রতিক সময়ের সম্পর্কের ক্ষেত্রে উক্তিটি যেন আক্ষরিক অর্থেই সত্য।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে। চলমান বিশ্ব বাস্তবতায় এর তাৎপর্য বহুগুণ। এর কারণ দুটি। প্রথমত, প্রায় ৪ ট্রিলিয়ন ডলারের ভারতীয় অর্থনীতি বর্তমান বিশ্বের পঞ্চম এবং দ্রুত বিকাশমান। দেশটির রয়েছে বিপুল ভোক্তা শ্রেণি। তাদের ক্রমবর্ধমান ক্রয় সক্ষমতা এবং চাহিদা ভারতকে আন্তর্জাতিক বাণিজ্যের একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে। দ্বিতীয়ত, আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতির গত কয়েক দশকের মেরূকরণ। পশ্চিমা আধিপত্যের বিপরীতে ২০০৯ সালে ভারত, চীন, ব্রাজিল ও রাশিয়া মিলে ব্রিক গঠন করে (পরবর্তী সময়ে দক্ষিণ আফ্রিকা যুক্ত হয়ে এটি ব্রিকস নাম ধারণ করে)। যদিও আপাতদৃষ্টিতে এটি একটি অর্থনৈতিক জোট, কিন্তু স্পষ্টতই আন্তর্জাতিক রাজনীতিতে এ দেশগুলোর আরও সক্রিয় ও নেতৃস্থানীয় ভূমিকা রাখার আকাঙ্ক্ষা থেকে তৈরি। সম্প্রতি ব্রিকসে বাংলাদেশসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করায় জোটটি নিয়ে নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে। ব্রিকস বলয় ছাড়াও ঠান্ডা যুদ্ধ ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের পরের বিশ্ব বাস্তবতায় যুক্তরাষ্ট্রের নতুন ভূ-রাজনৈতিক নীতিও ভারতকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। চীনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের এশিয়া নীতিতে অস্ট্রেলিয়া ও জাপানের সঙ্গে ভারতেরও অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন