গ্রিস উপকূলের কাছে ভূমধ্যসাগরে গত সপ্তাহে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাডুবে পাকিস্তানের তিন শতাধিক নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর পাকিস্তানশাসিত কাশ্মীরের ছোট্ট গ্রাম বান্দালিতে নেমে এসেছে শোকের ছায়া। উন্নত জীবনের সন্ধানে বিদেশের উদ্দেশে পাড়ি দেওয়া সেখানকার প্রায় দুই ডজন বাসিন্দার খোঁজ মিলছে না। তাঁদের বেঁচে থাকার আশা প্রায় ছেড়ে দিয়েছেন স্বজনরা। তবে প্রিয়জনের সঙ্গে কী ঘটেছে, তা জানার জন্য আকুল হয়ে আছেন তাঁরা। খবর সিএনএনের।
বান্দালির জনসংখ্যা ১২ হাজার। সেখানকার বাসিন্দাদের মতে নৌকাডুবির পর প্রায় ২২ জনের খোঁজ মিলছে না। গ্রিসের কর্তৃপক্ষ একদিকে মৃতদের হিসাব করার চেষ্টা করছে, অন্যদিকে বান্দালি গ্রামে বসে নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা আহাজারি করছেন। তাঁরা এখন এক কঠিন যন্ত্রণাদায়ক পরিস্থিতির মুখোমুখি।