সিটি নির্বাচনে রাজশাহী ও সিলেটে বেসরকারিভাবে নৌকার জয়

বিবিসি বাংলা (ইংল্যান্ড) প্রকাশিত: ২১ জুন ২০২৩, ২০:৪৮

রাজশাহী সিটি কর্পোরেশনের নতুন মেয়র হয়েছেন আওয়ামী লীগের এ এইচ এম খাইরুজ্জামান লিটন। নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, তিনি পেয়েছেন এক লাখ ৬০ হাজার ২৯০ ভোট।


তার নিকটতম ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুরশিদ আলম পেয়েছেন ১৩ হাজার ৪৮৩ ভোট।


এছাড়া জাকের পার্টির লতিফ আনোয়ার পেয়েছেন ১১ হাজার ৭১৩ ভোট এবং জাতীয় পার্টির সাইফুল ইসলাম ১০ হাজার ২৭২ ভোট পেয়েছেন।


এই সিটি নির্বাচনে ভোট দিয়েছেন মোট ভোটারের শতকরা ৫৬.২০ ভাগ।


সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বেসরকারিভাবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন। তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোন ঘোষণা আসেনি নির্বাচন কমিশনের পক্ষ থেকে।


প্রাথমিকভাবে ১৯০টি কেন্দ্রের মধ্যে সবগুলোর বেসরকারি ফলাফল জানা গেছে।


এই ফল অনুযায়ী, আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীকে এক লাখ ১৮ হাজার ৬১৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল ৫০ হাজার ৩২১ ভোট পেয়েছেন। ব্যবধান ৬৮ হাজার ৩৯৩ ভোট।


জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল প্রাথমিক ফলাফল ঘোষণার পর নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন।
সিলেটে প্রাথমিকভাবে জয়ের খবর পাওয়ার পর সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি বলেছেন, পর্যটন নগরীকে মায়ের কোলের মতো নিরাপদ করতে কাজ করবেন তিনি। ভবিষ্যতে সিলেটের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।


সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটার উপস্থিতি খুব একটা হয়নি বলে জানা যাচ্ছে। প্রধান নির্বাচন কমিশন অবশ্য এরই মধ্যে বলেছে সিলেটে ৪৬ শতাংশ ভোট পড়েছে।


নতুন ভোটারদের আগ্রহ কিছুটা বেশি দেখা গিয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন সিলেটের স্থানীয় সাংবাদিক আহমেদ নুর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us