অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখতে তারকাদের হাতিয়ার সমাজমাধ্যম। কোনও বিশেষ দিনে অনুরাগীদের শুভেচ্ছা জানাতে বা কোনও বার্তা ছড়িয়ে দিতে সমাজমাধ্যম তাঁদের কাছে অন্যতম মাধ্যম। তবে প্রচলিত ধারায় গা না ভাসিয়ে অনেকেই আবার অন্য পন্থাও নেন। ফলে তা আলাদা ভাবে অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করে।
যেমন অভিনেতা নীল ভট্টাচার্য। বুধবার ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন নীল। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে মিমি চক্রবর্তীকে! ব্যাপারটা কী? ভিডিয়োতে মিমি যোগাসন করছেন। কিন্তু একটু খেয়াল করলেই দেখা যাবে ওই ভিডিয়োটি মিমির পোস্ট করা একটি ভিডিয়োর অংশ। মিমি শরীরচর্চা শেষে ভিডিয়ো এগোতেই দেখা গেল নীলকে। হাসি মুখে নীলও মাঠে বজ্রাসনে বসেছেন। কিন্তু কোনও আসন নয়, হাত বাড়িয়ে দিতেই অভিনেতার হাতে এল এক থালা খাবার! পরে এল নরম পানীয়ের কাপ।