বার্সেলোনায় থাকতে লিওনেল মেসির সঙ্গে খেলেছেন মিরালেম পিয়ানিচ ও পাকো আলকাসার। পিয়ানিচের তো জুভেন্টাসে ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে খেলার অভিজ্ঞতাও রয়েছে। সেই দুই তারকা খেলোয়াড় দল বদলে এখন খেলেন শারজাহ এফসিতে। দলটিতে রয়েছেন ইউরোপে খেলা আরও অনেক খেলোয়াড়ই। সেই দলটির বিপক্ষে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ডে খেলতে হবে বসুন্ধরা কিংসকে।
আজ বুধবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক ও প্লে–অফ পর্বের সূচি প্রকাশ করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন্স (এএফসি)। সূচি অনুযায়ী আগামী ১৫ আগস্ট শারজা এফসির মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল লিগের চ্যাম্পিয়নরা। তবে ম্যাচের সময় উল্লেখ করেনি এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ক্লাব র্যাঙ্কিংয়ে শারজাহর চেয়ে পিছিয়ে থাকায় এএফসির নিয়মানুযায়ী বাংলাদেশের মাটিতে কোনো ম্যাচ খেলার সুযোগ পাবে না বসুন্ধরা। খেলতে হবে আমিরাতের মাঠে।