স্পাইনাল হেডেকের সহজ সমাধান

দেশ রূপান্তর প্রকাশিত: ২১ জুন ২০২৩, ১৭:৪৩

সাধারণত সার্জনরা বিভিন্ন ধরনের অপারেশন করতে কোমরের নিচ থেকে পায়ের নখ পর্যন্ত ইনজেকশন দিয়ে অবশ করেন। যেমন: পেটের অপারেশন অ্যাপেন্ডিক্স মূত্রথলির অপারেশন গর্ভজনিত সমস্যা মলদ্বারের অপারেশন পায়ের বড় ফোঁড়া বা চাকা থাকলে পায়ের ছোটখাটো ফোঁড়া, অ্যাবসেস বা পুঁজ হলে পা ভাঙা ইত্যাদি। সাধারণত অ্যানেস্থেশিয়ালজিস্ট বা অবেদনবিদরা এটি দিয়ে থাকেন। ফলে সার্জনরা ব্যথামুক্ত অস্ত্রোপচার করতে পারেন। এটি নিয়ে কিছু ভ্রান্ত ধারণা আছে। যেমন : কোমরের নিচ থেকে অবশ হয়ে যায় শিরদাঁড়া বের হয়ে যায় বা ফুলে যায় স্থায়ী পঙ্গুত্ব হয় বা বাচ্চা হওয়া নিয়ে সমস্যা হয়। এখন সময় এসেছে এসব ভ্রান্ত ধারণা থেকে মুক্তি পাওয়ার। এটি দিলে অনেক সময় প্রেশার ফল করতে পারে অথবা কারও হার্টের অসুখ থাকলে তা বেড়ে যেতে পারে। এজন্য সার্জনরা অ্যানেস্থেশিয়া ব্যবহার করার আগে কিছু প্রি- অ্যানেস্থেটিক চেক আপ করে থাকেন। যেমন : ইসিজি এক্স-রে এবং ইকো কার্ডিওগ্রাম।


এই পরীক্ষাগুলো করলে ঝুঁকির মাত্রা কতটুকু তা আঁচ করা যায়। এই অ্যানেস্থেশিয়া ব্যবহার করলে রোগী পুরোপুরি অচেতন হয় না বা ঘুমায় না। অনেক সময় রোগীর চাহিদা থাকে যে তার জ্ঞান থাকুক। এজন্যই মূলত এটি ব্যবহার করা হয়। অ্যানেস্থেশিয়াটির অন্যতম পার্শ্বপ্রতিক্রিয়া হলো স্পাইনাল হেডেক হওয়া। অর্থাৎ মাথার পেছনে ঘাড়ের কাছে প্রচ- ব্যথা অনুভূত হয়। এর সমাধান যে খুব জটিল এমনটি নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us