আগে যখন বাবা দিবস কাছে আসত, তখন আমি প্রায়ই বাবাকে জ্বালাতাম। বলতাম, প্রতিটি দিনই বাবা দিবস। বাবা আমার কথা শুনে হাসতেন। বাবা দিবসে আমরা একে অপরকে ফোন করতাম, আড্ডা দিতাম এবং আমি তাঁকে বলতাম—আমি গর্বিত যে তিনি আমার বাবা।
এবারের বাবা দিবসে এসবের কিছুই হয়নি। কোনো হাসাহাসি হয়নি, কেউ কাউকে কোনো বার্তা পাঠাইনি। বাবা দিবসে আমি ও ভাইবোনেরা এই প্রার্থনা করেছি যে আমাদের বাবা যেন নিরাপদে ও সুস্থভাবে কারাগার থেকে বেরিয়ে আসেন।
বাবা সাইদ ফারজানিকে গত ২৭ ফেব্রুয়ারি তিউনিসিয়ায় আটক করা হয়। তিনি বিরোধী এন্নাহদা পার্টির একজন সদস্য এবং সেই ১০ জন বিশিষ্ট বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে একজন, যাঁরা ভিন্ন মত অবলম্বনের জন্য প্রেসিডেন্ট কাইস সাইদের সর্বশেষ দমনপীড়নের শিকার হয়ে আটক হয়েছেন। তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি এবং কোনো কিছুর জন্য তাঁকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্তও করা হয়নি। আমাদের সন্দেহ, তাঁর প্রকৃত অপরাধ—তিনি নিজের দেশকে খুব বেশি ভালোবাসেন এবং সেখানে কর্তৃত্ববাদের ফিরে আসার বিরোধিতা করছেন।