শিক্ষক-শিক্ষার্থীরা পাচ্ছেন বিশেষ বরাদ্দের ৭ কোটি টাকা

প্রথম আলো প্রকাশিত: ২১ জুন ২০২৩, ০৭:৩৬

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী এবং ছাত্রদের বিশেষ অনুদান খাতে রাখা বরাদ্দকৃত সাত কোটি টাকা বিতরণ করবে শিক্ষা মন্ত্রণালয়। অর্থ বিতরণের জন্য মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’কে নির্দেশও দেওয়া হয়েছে। সোমবার (১৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেটে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুদান খাতে সাত কোটি টাকা বরাদ্দ রয়েছে। বরাদ্দ করা অর্থ থেকে আর্থিক অনুদান বাবদ অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নামের পাশে বর্ণিত হারে ‘নগদ লিমিটেড’-কে এ বিভাগের সঙ্গে সম্পাদিত চুক্তি মোতাবেক মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সংযুক্ত বর্ণনা অনুযায়ী বিতরণের জন্য অনুরোধ করা হলো।


বণ্টনহার



  • মনোনীত প্রতিটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা করে ৪২০টি প্রতিষ্ঠানকে ১ কোটি ৫ লাখ টাকা।

  • মনোনীত শিক্ষক-কর্মচারী ক্যাটাগরিতে প্রত্যেক শিক্ষক-কর্মচারীকে ১০ হাজার টাকা করে ৭০০ শিক্ষক-কর্মচারীকে মোট ৭০ লাখ টাকা।

  • মনোনীত ইবতেদায়ি (প্রথম থেকে পঞ্চম) পর্যন্ত ১ হাজার ৭৫০ শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে মোট ৫২ লাখ ৫০ হাজার টাকা।

  • মনোনীত ষষ্ঠ থেকে দশম দাখিল ও ভোকেশনাল পর্যন্ত ৬ হাজার ৩০০ শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ৩ কোটি ১৫ লাখ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us