চিকিৎসকদের জবাবদিহির আইন কই?

সমকাল সম্পাদকীয় প্রকাশিত: ২১ জুন ২০২৩, ০২:০১

সন্তান জন্মদানের নিরাপদ ব্যবস্থার খোঁজে কুমিল্লা হইতে ঢাকায় আসিয়া নবজাতকসহ প্রাণ হারানো মাহবুবা রহমান আঁখির চিকিৎসায় ‘গাফিলতি’ বিলম্বে হইলেও স্বীকার করিয়াছে সেন্ট্রাল হসপিটাল কর্তৃপক্ষ। কিন্তু উহাতেই হাসপাতালটির সামগ্রিক চিকিৎসা ব্যবস্থা লইয়া উত্থাপিত প্রশ্নের মীমাংসা হইয়া যায় না। হাসপাতাল কর্তৃপক্ষ এবং ‘দায়িত্বপ্রাপ্ত’ চিকিৎসক সংযুক্তা সাহাও গাফিলতির দায় পরস্পরের প্রতি চাপাইতে পারেন না। উভয় পক্ষের চাপানউতোর স্পষ্টতই দায় পরিহারের কৌশল মাত্র। আলোচ্য প্রসূতি ও নবজাতককে যেইভাবে প্রাণ হারাইতে হইল; উহা হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও কর্মচারীদিগের অসংবেদনশীলতা ও অদক্ষতার নিকৃষ্ট নজির। যেই হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতিতেও তাঁহার নামে রোগীকে ভর্তি ও অস্ত্রোপচার করা সম্ভব, তথায় অন্য সকল অনিয়ম তো নস্যি। এই আশঙ্কাও অমূলক হইতে পারে না– আঁখি ও তাঁহার নবজাতকের মৃত্যু অনিয়ম ও অব্যবস্থাপনার নিমজ্জিত হিমশৈলের ভাসমান চূড়া মাত্র।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us