তদন্ত ছাড়া চিকিৎসক গ্রেপ্তার, বিএমডিসির পদক্ষেপ চায় বিএমএ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২০ জুন ২০২৩, ১৯:৩৩

কোনো ধরনের তদন্ত ছাড়া চিকিৎসকদের গ্রেপ্তার ও হয়রানি না করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ মেডিকেল আন্ড ডেন্টাল কাউন্সিলকে (বিএমডিসি) চিঠি দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।


ঢাকার সেন্ট্রাল হাসপাতালে এক প্রসূতির চিকিৎসায় অবহেলার কারণে মৃত্যুর অভিযোগে দুই চিকিৎসক গ্রেপ্তার হওয়ার পরই এমন পেশাজীবী চিকিৎসকদের সংগঠনের পক্ষ থেকে এমন চিঠি এল।


অভিযোগের তদন্ত ছাড়া গ্রেপ্তার ও হয়রানিতে চিকিৎসকরা সংক্ষুদ্ধ ও উদ্বিগ্ন হয়ে উঠছে বলে এতে বলা হয়েছে।


সংগঠনটি কোনো চিকিৎসকের অপরাধ প্রমাণিত হওয়ার আগেই চিকিৎসকদের হয়রানি না করতে দেশে চিকিৎসক ও চিকিৎসা পেশার তদারকি সংস্থা বিএমডিসিকে পদক্ষেপ নিতে বলেছে।


ঢাকার ল্যাবএইড হাসপাতালে গত রোববার চিকিৎসাধীন অবস্থায় মারা যান কুমিল্লার তরুণী মাহবুবা আক্তার আঁখি। যিনি স্বাভাবিক প্রসবের মাধ্যমে সন্তান জন্ম দিতে ৯ জুন ঢাকার সেন্ট্রাল হাসপাতালে এসেছিলেন। এ ঘটনায় করা মামলায় বৃহস্পতিবার ডা. সংযুক্তা সাহার দুই সহযোগী ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানা ও ডা. মুনা সাহাকে গ্রেপ্তার করে ধানমণ্ডি থানা পুলিশ। ওইদিনই তাদের কারাগারে পাঠায় আদালত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us