পরিবারে কারও ডায়াবেটিস থাকলে বাড়ির শিশুরাও এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। এ ক্ষেত্রে ছোটদের প্রতি বাড়তি নজর রাখা প্রয়োজন। তা ছাড়া, শহুরে খাদ্যাভ্যাসে কার্বোহাইড্রেট জাতীয় খাবারের আধিক্য থাকে। এতে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়ার ঝুঁকিও বাড়ে।
অধিকাংশ শহুরে শিশু, কিশোর-কিশোরী ইদানীং খেলাধুলোয় অভ্যস্ত নয়। অবসর সময়ে তারা ভিডিয়ো গেম খেলে কিংবা ইন্টারনেটেই সময় কাটায়। এই অস্বাস্থ্যকর জীবনযাপনের জেরেই শিশুদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি আরও বাড়ছে।
কীভাবে বুঝবেন আপনার পরিবারের শিশু ডায়াবেটিসে আক্রান্ত কিনা?
১) শিশুর দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে? এর কারণ কিন্তু কেবল টিভি দেখা বা মোবাইল ঘাঁটা না-ও হতে পারে। ডায়াবেটিক রোগীদেরও চোখের সমস্যা হতে পারে। তাই শিশুর মধ্যে এই সমস্যা দেখলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হন।