সাংবাদিক নাদিমের বাড়িতে মানবাধিকার কমিশন, বিচারের আশ্বাস

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২০ জুন ২০২৩, ১৬:১১

‘সংবাদ প্রকাশের জেরে’ হত্যাকাণ্ডের শিকার জামালপুরের বকশীগঞ্জের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করে খুনিদের দৃষ্টান্তমূলক শস্তির আশ্বাস দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ।


তিনি বলেছেন, “সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ন্যায়বিচার প্রচেষ্টায় সবকিছু করা হবে। এ বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশন প্রথম থেকেই সোচ্চার রয়েছে, সর্বশেষ পর্যন্ত সোচ্চার থাকবে। নাদিম হত্যাকাণ্ডের অনেক ঘটনাই সুস্পষ্ট। হত্যাকারী ও হত্যার সহায়তাকারী সবাই দ্রুত আইনের আওতায় আসবে। হত্যাকান্ডে জড়িত কেউ রক্ষা পাবে না।


“নাদিম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দেখার পর কোনো সাংবাদিকের গায়ে হাত দেওয়ার আগে অন্যায়কারীকে অন্তত ১০ বার ভাবতে হবে। বিশেষ করে যারা সত্য সংবাদ প্রচার করছে, যারা মানুষের অধিকার তুলে ধরছে, যারা অধিকার কর্মী তাদের ওপর আক্রমণের আগে যে কেউ ভাববে, আমি প্রভাবশালী তাকে আক্রমণ করে কি আমি রেহাই পাব? সারাদেশেই এই সংস্কৃতি হবে”, আশা করেন কামাল উদ্দিন।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us