১৮ জুন রবিবার বাবা দিবসে এক অসাধারণ লেখা পড়লাম অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহর। জনাব আবদুল্লাহ মেডিসিনের একজন চমৎকার ডাক্তার। একজন ভালো মানুষ। করোনাকালে তাঁর স্ত্রী ইহলোক ত্যাগ করেছেন। মানুষটা অনেকটাই একা হয়ে পড়েছেন। একজন ভালো ডাক্তার, ভালো মানুষ, সর্বোপরি ভালো লেখক খুব একটা চোখে পড়ে না। তবে অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ একজন যথার্থ দরদি মানুষ। অনেক কিছু হওয়া সম্ভব। কিন্তু একজন ভালো মানুষ সহজে হওয়া যায় না। সেটাও তিনি হয়েছেন। ‘বাবা মানে ভরসার জায়গা, পরম নির্ভরতা’। কথাটা যে কত শাশ্বত সত্য যাদের বাবা-মা আছে তারা বুঝবেন না। বাবা-মার চাইতে আপনজন এই ধরাধামে কেউ নেই। যদিও আমরা অনেকেই বাবা-মাকে যথাযথ গুরুত্ব দিই না, বাবা-মাকে সম্মান করি না। কিন্তু আল্লাহ-রসুলের পর বাবা-মার জায়গা সন্তানের কাছে সবার ওপরে। আমরা আমাদের বাবা-মাকে বহুদিন পেয়েছি। আমার যখন ৫৫-৫৬ বছর তখন বাবা আমাদের সবার মায়া কাটিয়ে চলে গেছেন। বাবা খুব মেজাজি মানুষ ছিলেন। মাঝেমধ্যে ভয় করতাম। অনেক সময় রাগারাগি হতো। ছোটবেলায় প্রায় সময়ই মার খেতাম। কিন্তু খাবার সময় পাশে বসিয়ে মাছের মাথাটা, ডিমটা, অন্যান্য মজার জিনিস যখন তুলে দিতেন বড় ভালো লাগত। মাঝবয়সে রাগারাগি হলে পালিয়ে বেড়িয়েছি। কিন্তু শেষ জীবনটা বেশ ভালোই ছিল।