অর্থনীতি চাঙা করতে চীনের মরিয়া চেষ্টা, এবার কমবে ভিত্তি সুদহার

প্রথম আলো প্রকাশিত: ২০ জুন ২০২৩, ১২:০৬

অর্থনীতির পালে হাওয়া লাগাতে গত ১০ মাসের মধ্যে এই প্রথম ভিত্তি সুদহার কমিয়েছে চীন। আজ মঙ্গলবার থেকে তা কার্যকর হবে। সেই সঙ্গে অর্থনীতিকে চাঙা করতে আরও প্রণোদনা আসছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


করোনাভাইরাসের কারণে ২০২২ সালের শেষ পর্যন্ত দফায় দফায় লকডাউন দিয়েছিল চীন। তবে শেষ পর্যন্ত গণবিক্ষোভের মুখে তারা বিধিনিষেধ শিথিল করতে বাধ্য হয়। এরপর চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনের অর্থনীতি কিছুটা চাঙা হলেও পরে আবার গতি হারিয়ে ফেলে।


এ প্রেক্ষাপটে চীন এক বছর মেয়াদি লোন প্রাইম রেট (এলপিআর) ১০ ভিত্তি পয়েন্ট কমিয়ে ৩ দশমিক ৫৫ শতাংশ করেছে। একই সঙ্গে তারা পাঁচ বছর মেয়াদি এলপিআরও ১০ ভিত্তি পয়েন্ট কমিয়েছে। এটি ৪ দশমিক ৩০ শতাংশ থেকে কমিয়ে ৪ দশমিক ২০ শতাংশ করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us