বেশি বয়সে সন্তান ধারণ: যা জানা জরুরি

সমকাল প্রকাশিত: ২০ জুন ২০২৩, ১২:৩১

উচ্চশিক্ষা, দেরিতে বিয়ে এবং ক্যারিয়ারের কারণে নারীদের মধ্যে বেশি বয়সে সন্তান ধারণের প্রবণতা বেড়েছে। কেউ কেউ অর্থনৈতিক কারণ, সন্তান দেখভালের ব্যবস্থা না থাকায় সহজে সন্তান নিতে চান না। শুধু দেশে নয়, বিশ্বের অনেক স্থানেই এ অবস্থা চলছে। অনেকে আবার শখ করে বা সংসারের একাকিত্ব ঘোচাতে বেশি বয়সে বাচ্চা নেওয়ার পরিকল্পনা করছেন।


কিন্তু দেরিতে সন্তান নেওয়ার পরিকল্পনার পর যখন মা হওয়ার চেষ্টা করছেন, তখন দেখা যাচ্ছে তারা ইতোমধ্যে বন্ধ্যত্বের শিকার হয়েছেন। চিকিৎসকরাও সে ক্ষেত্রে ডায়াগনসিস করতে বেশ ঝামেলায় পড়ে যান। অনেক সময় এটা নির্ণয় করা কঠিন হয়ে পড়ে এই বন্ধ্যত্বজনিত সমস্যা একটা লম্বা গ্যাপের কারণে, নাকি গাইনোকলোজিক্যাল অন্য কোনো সমস্যার কারণে হচ্ছে। বন্ধ্যত্বের জন্য বয়স খুব গুরুত্বপূর্ণ বিষয়।


বিভিন্ন গবেষণাও তাই বলছে। ১৮ থেকে ৩৪ বছর, ৩৫ থেকে ৪০ বছর এবং ৪০ বা তার বেশি বয়সের নারীদের মধ্যে গর্ভাবস্থার জটিলতার তুলনা করে দেখা গেছে, বেশিরভাগ গর্ভাবস্থায় বয়সের সঙ্গে সঙ্গে সন্তানের জন্ম-সম্পর্কিত জটিলতা সামান্য বেড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us