লুকাকু অধিনায়কত্ব পাওয়ায় ‘অভিমানে’ দল ছাড়লেন কোর্তোয়া

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২০ জুন ২০২৩, ১১:৪৭

গত ডিসেম্বরে জাতীয় দল থেকে অবসর নেন এডেন হ্যাজার্ড। তার পরিবর্তে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয় কেভিন ডি ব্রুইনাকে।


কিন্তু ইনজুরির কারণে ইউরো বাছাইয়ের দুটি ম্যাচ থেকে ছিটকে যান তিনি। তাই অস্ট্রিয়ার বিপক্ষে বেলজিয়ামের অধিনায়ক করা হয় রোমেলু লুকাকুকে। কিন্তু এমন সিদ্ধান্তে নাখোশ হয়ে দল ছেড়ে বাড়ি চলে গেছেন থিবো কোর্তোয়া।


বেলজিয়াম গোলরক্ষকের হতাশা বেশ বিস্মিত করেছে কোচ দমেনিকো তেদেস্কোকে। অস্ট্রিয়ার সঙ্গে ১-১ গোলের ড্রয়ের পরই এস্তোনিয়ার বিপক্ষে না খেলার কথা কোচকে জানিয়ে দেন কোর্তোয়া।


তেদেস্কো বলেন, ‘সম্মিলিতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম অস্ট্রিয়ার বিপক্ষে লুকাকু নেতৃত্ব দেবে আর এস্তোনিয়ার বিপক্ষে কোর্তোয়া। সবাই এই সিদ্ধান্ত মেনে নিয়েছিল। কিন্তু অস্ট্রিয়া ম্যাচের পর কোর্তোয়া হঠাৎ আমার কাছে এসে বলল, সে বাড়ি ফিরে যাবে। কারণ, সে হতাশ এবং মনে করছে তাকে অপমান করা হয়েছে। ’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us