বেশ কয়েক দিন গ্রামের বাড়িতে থেকে এলাম। সাধারণ মানুষ, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের সঙ্গে গল্পগুজব করে পাঁচ দিন পার হয়ে গেল। মফস্বলের ছোট্ট উপজেলা শহর বানারীপাড়া ও উজিরপুরের মানুষের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলাম।
এখানে দৈনন্দিন জীবনের অনেক বিষয়ই পরিবর্তন হয়েছে। উপজেলা শহর, পৌরসভা, ইউনিয়ন পরিষদ থেকে গ্রাম পর্যন্ত রাস্তা মোটামুটি পাকা। প্রতিটি রাস্তায়, রাস্তার মোড়ে গ্রামের চায়ের দোকানের সামনে থেকে শুরু করে বাজার বা স্কুল-কলেজ পর্যন্ত সব জায়গায় অটোরিকশা চলে। এখন আর গ্রামের মানুষ কেউ হাঁটে না। এক থেকে দেড় কিলোমিটার রাস্তা যা আগে সব সময় সবাই হেঁটে যেত, এখন কেউ কল্পনাই করতে পারে না হেঁটে এই এক-দেড় কিলোমিটার জায়গা পাড়ি দেবে। ঘর থেকে বের হলেই রাস্তা আছে, রাস্তায় দাঁড়ানো অটোরিকশা আছে, এই অটোরিকশাগুলো ব্যাটারিচালিত।