বাসে দেওয়া হচ্ছে না ই-টিকিট, নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া

চ্যানেল আই প্রকাশিত: ২০ জুন ২০২৩, ০৮:২১

নির্ধারিত ভাড়ার অতিরিক্ত নেওয়া যে শহরে অভ্যাস, সেই শহরে চালু হয়েছে ই-টিকিট। ভাড়া নিয়ে দেওয়া হচ্ছিল টিকিট, যেটা বিশৃঙ্খল পরিবহন ব্যবস্থার মাঝে একটু শৃঙ্খলার উদাহরণ। কিন্তু সেটা কি আদৌ বাস্তবতা? সরজমিনে গিয়ে দেখা মিলছে ভিন্ন চিত্র। টিকিট ছাড়াই কাটা হচ্ছে ভাড়া। অনেক যাত্রী টিকিট চাইলেও তাদের দেওয়া হচ্ছে না। চিরাচরিতভাবে নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া।


মিরপুর রুটের শিকড়, বিহঙ্গ, খাজাবাবা, ট্রান্সসিলভা; মোহাম্মদপুর রুটের প্রজাপতি, পরিস্থান, রমজান, মালঞ্চ কোন বাসেই টিকিট দেওয়া হয় না। ওয়েবিলের নাম নেওয়া হয় বাড়তি ভাড়া।


চ্যানেল আই অনলাইনের এ প্রতিবেদক মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে ডেমরা স্টাফ কোয়ার্টারগামী স্বাধীন বাস ধরে ফার্মগেট যাওয়ার জন্য। ই-টিকিটিং মেশিন কন্টাক্টরের কাছে থাকলেও তিনি কাউকে টিকিট দিচ্ছেন না। এই প্রতিবেদক তার কাছে টিকিট চাইলে বললেন, মেশিন নষ্ট!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us