ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৩ শতাধিক পাকিস্তানির মৃত্যু

সমকাল প্রকাশিত: ২০ জুন ২০২৩, ০৯:০২

ভূমধ্যসাগরের গ্রিস উপকূলে নৌকাডুবিতে পাকিস্তানের তিন শতাধিক অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। নারী-শিশুসহ প্রায় সাড়ে সাতশ আরোহী নিয়ে গত সপ্তাহে নৌকাটি ডুবে যায়। এখনও পাঁচশ’র বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। আরোহীদের মধ্যে পাকিস্তান ছাড়াও মিসর ও সিরিয়ার নাগরিক রয়েছেন। এ ঘটনায় গ্রিসের কোস্টগার্ড ও নৌবাহিনীর বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে। তদন্ত চেয়েছে জাতিসংঘ।


গতকাল সোমবার দেশটিতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়। ভূমধ্যসাগরে ইতিহাসের অন্যতম এ নৌকাডুবির ঘটনা নতুন করে ইউরোপের শরণার্থী সংকটকে সামনে এনেছে। গত বুধবার এ নৌকাডুবির ঘটনায় গ্রিস সরকারের পক্ষ থেকে মৃতের সংখ্যা নিশ্চিত করা হয়নি। দ্য ডন অনলাইন জানায়, নৌকায় পাকিস্তানের নাগরিক ছিলেন কমপক্ষে চারশ। এ ছাড়া মিসরের ২০০ এবং সিরিয়ার ১৫০ নাগরিক ছিলেন। জাতিসংঘ জানিয়েছে, এখনও পাঁচ শতাধিক নিখোঁজ আছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us