বৃষ্টির দিনে যেমন পোশাক

আজকের পত্রিকা প্রকাশিত: ১৯ জুন ২০২৩, ১৮:৪০

দাও আকুলিয়া ঘন কালো কেশ, 
পরো দেহ ঘেরি মেঘনীল বেশ—
কাজলনয়নে, যূথীমালা গলে, 
এসো নীপবনে ছায়াবীথিতলে।।
-রবীন্দ্রনাথ ঠাকুর



ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই ঋতুর বেদিতে আসন পাতল বর্ষা। তপ্ত রোদ্দুর থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করাই যায়। আকাশে মেঘ দেখলেই মনে বেজে উঠছে সেই গান, ‘…, এসো করো স্নান নবধারাজলে...’।


বর্ষা যে হৃদয়ে প্রেম জাগায়, এ কথা বলার অপেক্ষা রাখে না। তাই তো বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে। আবার বর্ষাকালে পোশাক নির্বাচনের বেলায় একটু সতর্কও থাকতে হয় যেন কাদাজলে কাপড় নষ্ট না হয় আর বৃষ্টিতে ভিজে গেলেও যেন দ্রুত 
শুকিয়ে যায়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us