এবার ডিসির পাহাড়টি ফিরিয়ে দিন

প্রথম আলো বিশ্বজিৎ চৌধুরী প্রকাশিত: ১৯ জুন ২০২৩, ১৭:০৬

কদমতলী, বটতলী, আমবাগান, নিমতলা বা বিভিন্ন গাছের নামে চট্টগ্রামের যেসব এলাকা রয়েছে, সেগুলোয় নামের সঙ্গে মিল রেখে গাছ লাগানোর এক চমৎকার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।


বটতলী রেলস্টেশনের ঠিক কোন জায়গাটিতে বটগাছটা ছিল বা কদমতলী বাসস্ট্যান্ডের ভিড়-কোলাহলের মধ্যে কোথায় হারিয়ে গেল কদমগাছটি, সেগুলো খুঁজে বের করে সেখানে নতুন করে একই জাতের একটি গাছ লাগালে রীতিমতো ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের মতো একটি ব্যাপার হবে। জেলা প্রশাসনকে এ রকম সৃজনশীল একটি উদ্যোগের জন্য ধন্যবাদ জানাতেই হয়।


এ ছাড়া জেলাজুড়ে ২২ লাখ গাছ লাগানোর ঘোষণাও দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি)। অবশ্য ঘোষণাটি এসেছে এমন এক সময়, যখন বন বিভাগের পক্ষ থেকে প্রায় দুই একর জায়গাজুড়ে থাকা বন উজাড় ও গাছ কাটার অভিযোগ তোলা হয়েছে জেলা প্রশাসনের বিরুদ্ধে। উপকূলীয় বন বিভাগের কর্মকর্তা তো গাছ কাটতে হলে মন্ত্রণালয়ের অনুমতি নেওয়ার কথাও মনে করিয়ে দিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us