নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিদেশ থেকে লিফট ও চলন্ত সিঁড়ি আমদানির ওপর শুল্ক বাড়ানোর প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ওয়ালটন।
ইলেকট্রনিক্স পণ্যের এই কোম্পানি এক বিজ্ঞপ্তিতে বলেছে, “দেশের শিল্পোদ্যোক্তারা মনে করেন, এই নীতি সহায়তায় দেশে লিফটের মত উচ্চ প্রযুক্তিসম্পন্ন উৎপাদনমুখী ভারী শিল্পখাত বিকশিত হবে। এ খাতের বিনিয়োগও বাড়বে। প্রচুর কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হবে। দেশের আমদানি ব্যয় হ্রাসের পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ অনেকাংশে কমবে।“
এখন দেশেই লিফট উৎপাদন হওয়ায় বিদেশ থেকে পণ্যটি আনার ক্ষেত্রে শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে বাজেটে। আর চলন্ত সিঁড়ি আমদানির ক্ষেত্রে শুল্ক ১ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব এসেছে।