রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও তিন নির্বাচন কমিশনারের সাক্ষাৎ

দেশ রূপান্তর প্রকাশিত: ১৯ জুন ২০২৩, ১৫:৫৮

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ তিন সদস্য।


সোমবার (১৯ জুন) বেলা সাড়ে ১২টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন তারা।


এসময় নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর ও ইসি সচিব জাহাংগীর আলম উপস্থিত ছিলেন। প্রায় ৪৫ মিনিট বঙ্গভবনে ছিলেন তারা। নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান দেশের বাইরে অবস্থান করায় এ সময় ছিলেন না।


মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি নির্বাচন কমিশনের প্রথম সাক্ষাৎ।


সাক্ষাতের বিষয়ে রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সুষ্ঠু নির্বাচনে স্বার্থে ভোটের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইন-শৃঙ্খলাসহ সার্বিক সহযোগিতা দেওয়া হবে।


রাষ্ট্রপতি বলেন, ভোটকে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে ভোটের তারিখের পূর্ব থেকেই ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তিনি আশা প্রকাশ করেন যে, বর্তমান নির্বাচন কমিশন দেশের সকল নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সক্ষম হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us