স্মার্ট বাংলাদেশ, ভেতর-বাহির

দেশ রূপান্তর সিরাজুল ইসলাম চৌধুরী প্রকাশিত: ১৯ জুন ২০২৩, ১৩:৪২

আওয়াজ উঠেছে যে, ভবিষ্যতের বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। তাতেও সবচেয়ে বেশি সুবিধা হবে ওই আমলাতন্ত্রেরই। আমলারা মনে করে তারাই সবচেয়ে স্মার্ট। রাজনীতিকদের তুলনাতে তো অবশ্যই, ব্যবসায়ীদের তুলনায়ও। ওই স্মার্টরাই যদি ক্ষমতাধর ও আদর্শস্থানীয় হয় তাহলে অবস্থা যে আরও খারাপ হবে সেটা তো বলার অপেক্ষা রাখে না। সরকারি দলের একজন সংসদ সদস্য কদিন আগে সংসদে দাঁড়িয়ে বলেছেন, “‘ডিসি ইউএনও’রাই যেন দেশের মালিক, আমরা এমপিরা চলছি তাদের করুণায়।” করুণ কথা নিশ্চয়ই। কিন্তু যা বলেছেন সেটা মোটেই বানানো কথা নয়, একেবারে খাঁটি কথা এবং অভিজ্ঞতাসঞ্জাত। তবে তিনি এটা বলেননি যে, যেভাবে চলছে তাতে আগামী বাংলাদেশে ওই স্মার্টরা আরও স্মার্ট হবেন।


প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ডিসিদের যখন সম্মেলন হয় তখন তারা নিজেদের প্রত্যাশা ও দাবি-দাওয়ার কথা প্রকাশ্যেই জানায়। এবারও জানিয়েছে। এমনিতে লোকে দায়িত্বের ভার লাঘব করতেই চায়, ডিসিরা কিন্তু সেটা চায়নি, তারা বরং দায়িত্বের ভার বাড়াতেই চেয়েছে। তাদের দাবি ‘উন্নয়ন’ প্রকল্পের তদারকির দায়িত্ব তাদেরকে দেওয়া চাই। প্রকল্প যাচাই-বাছাই, প্রস্তুতি, নকশা তৈরি, অর্থ বণ্টন সব স্তরেই তাদের তদারকি থাকলে উন্নয়নের কাজ আরও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, এমনটাই তাদের বিশ্বাস। তাদের এই দাবি নতুন নয়, আগেও একবার উঠেছিল বলে মনে পড়ে, তখন প্রকৌশলীরা আপত্তি তুলেছিল, এসব ব্যাপারে ডিসিদের অভিজ্ঞতা, প্রশিক্ষণ ইত্যাদির কথা স্মরণ করিয়ে দিয়ে; আপত্তির আভাস এবারও পাওয়া গেছে, তবে ব্যাপারটা শেষ পর্যন্ত কোন মীমাংসায় গিয়ে পৌঁছাবে সেটা আগামীতে জানা যাবে, কে জানে, হয়তোবা জাতীয় নির্বাচনের আগেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us