রাজশাহীতে ১৫৫ কেন্দ্রের ১৪৮টিই ‘ঝুঁকিপূর্ণ’

যুগান্তর প্রকাশিত: ১৯ জুন ২০২৩, ১২:৫৪

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ১৫৫ ভোটকেন্দ্রের মধ্যে ১৪৮টিকেই ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। রাজশাহীতে এবারই প্রথম ইভিএমে ভোট নেওয়া হবে। 


বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।


তিনি বলেন, রাজশাহীতে ১৫৫ কেন্দ্রের সবগুলোতেই সিসি ক্যামেরা লাগানোর কাজ চলছে। এর মধ্যে ১৪৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ। তবে এসব কেন্দ্রে নাশকতার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে।


এদিকে নিরাপত্তা বিবেচনায় প্রতিটি কেন্দ্রকেই ‘গুরুত্বপূর্ণ’ বলছেন রাজশাহী মহানগরের পুলিশ কমিশনার আনিসুর রহমান।


তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা সব কেন্দ্রে পুলিশ নিয়োগ করেছি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ৬-৭ জন, আর সাধারণ কেন্দ্রে পাঁচজন করে পুলিশ রাখা হয়েছে।


এ নির্বাচনে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ১১১ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

উপজেলা নির্বাচনের তফসিল হতে পারে কাল

প্রথম আলো | নির্বাচন কমিশন কার্যালয়
৮ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us