অনেক মানুষের কাছে বিড়াল বেশ পছন্দের একটি প্রাণী। অনেকে বাড়িতে আদুরে কোনো বিড়াল লালনপালন করেন। তবে প্রথম কবে বাড়িতে বিড়াল পোষা হয়েছিল? এই প্রশ্ন নিশ্চয়ই অনেকের মনে উদয় হয়। বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন, আজ থেকে প্রায় ১০ হাজার বছর আগে বিড়ালের আচরণে পরিবর্তন আসে। তখন থেকে বিড়ালকে গৃহপালিত প্রাণী হিসেবে ধরা হয়। ২০১৭ সালের এদিনে গবেষণালব্ধ এ তথ্য জানা যায়।