চট্টগ্রামে এ বছর বেড়েছে ৬৬ হাজার কোরবানিদাতা। এবার ঈদুল আজহায় আট লাখ ৭৯ হাজার ৭১৩টি পশু কোরবানি দেওয়া হবে। নগরী এবং ১৫ উপজেলায় এসব পশু কোরবানি হবে। এর মধ্যে জেলার ১৫টি উপজেলা এবং নগরীর আট হাজার ২২০টি খামারে কোরবানিযোগ্য গবাদিপশু আছে আট লাখ ৪২ হাজার ১৬৫টি। হিসাবে ৩৭ হাজার ৫৪৮টি পশুর সংকট আছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর বলেন, ‘কোরবানি ঘিরে দেশের বিভিন্ন জেলা থেকে বেপারিরা চট্টগ্রামে পশু নিয়ে আসতে শুরু করেছেন। পাশাপাশি মৌসুমি ব্যবসায়ীরা পশু বিক্রি করতে আসছেন। আশা করছি, যেসব পশুর সংকট আছে, তা পূরণ হয়ে যাবে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, এবার জেলার ২২২টি হাটে কোরবানির পশু বেচাকেনা হবে। এর মধ্যে স্থায়ী পশুর হাট ৬০টি এবং অস্থায়ী পশুর হাট ১৬২টি। ইতোমধ্যে এসব হাটে পশু বেচাকেনা শুরু হয়েছে।