চার্লসের প্রথম রাজকীয় জন্মদিন পালন

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৯ জুন ২০২৩, ০৭:৩১

ব্রিটেনের সিংহাসনে বসার পরে গত কাল প্রথম রাজকীয় জন্মদিনের অনুষ্ঠান ‘ট্রুপিং দ্য কালার’ পালন করলেন রাজা তৃতীয় চার্লস।


এই উপলক্ষে গত কাল লন্ডনে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছিল ব্রিটিশ সেনা। লাল কোট, ভালুকের লোমের টুপি পরা ঘোড়সওয়ার সেনাবাহিনীকে দেখতে ভিড় জমান ব্রিটেনের আমজনতা। শোভাযাত্রা দেখতে ঘোড়ার পিঠে চেপে এসেছিলেন রাজা চার্লস। তাঁর পাশে ঘোড়ায় সওয়ার হন বড় ছেলে প্রিন্স অব ওয়েলস রাজকুমার উইলিয়াম, ভাই ডিউক অব এডিনবরা, বোন রাজকুমারী অ্যান। পিছনে গাড়িতে ছিলেন রানি ক্যামিলা এবং ডাচেস অব ওয়েলস কেট।


রাজা চার্লসের জন্মদিন ১৪ নভেম্বর। তবে রাজ পরিবারের প্রথা অনুযায়ী রাজা বা রানির জন্মদিন পালন করা হয় জুন মাসের কোনও এক শনিবার। ব্রিটিশ সেনাবাহিনীর বিশেষ কোনও রেজিমেন্টের পতাকার রঙে চিহ্নিত করা হয় সে দিনের অনুষ্ঠানটিকে। এরই আনুষ্ঠানিক নাম ‘ট্রুপিং দ্য কালার’।


শোভাযাত্রার শেষে রাজা তৃতীয় চার্লস সপরিবার ফিরে আসেন বাকিংহাম প্রাসাদে। বাকিংহামের বিখ্যাত বারান্দায় রাজপরিবারের অন্য সদস্যদের নিয়ে অভিবাদন জানান দেশবাসীকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us