সম্প্রতি দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপর চালানো এক গবেষণায় উঠে এসেছে, প্রায় ২৮ শতাংশ শিক্ষার্থীর মাথায় জীবনের কোনো না কোনো সময় আত্মহত্যার চিন্তা এসেছে। উচ্চশিক্ষার এসব প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রায় ৪৪ শতাংশ শিক্ষার্থী চরম দুশ্চিন্তায় ভুগছেন। উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীরা যেখানে দেশের ভবিষ্যৎ, সেখানে তাঁদের উল্লেখযোগ্য অংশের চিন্তাধারা আমাদের জন্য অশনিসংকেত বলা যায়। আত্মহত্যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে। যেসব কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যা বেড়েছে:
আবেগপ্রবণ: আবেগপ্রবণ হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা লক্ষ করা যায়। এ সমস্যা বিশেষ করে নবীন শিক্ষার্থীদের মধ্যে বেশি। বিশ্ববিদ্যালয়ের নতুন পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া, অর্থাৎ চলাফেরা, বন্ধু নির্বাচন, খাবারদাবার বা ক্যাম্পাসজীবনের শুরুর দিকে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হলে সেসব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে না পেরে কেউ কেউ আবেগবশত আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে থাকেন। এ জন্য নবীন শিক্ষার্থীদের প্রতি প্রবীণ শিক্ষার্থীদের বন্ধুসুলভ আচরণ করা প্রয়োজন, যা এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে মুক্তি দিতে পারে।