ব্রাজিল জাতীয় দলের পরবর্তী ফুল টাইম কোচ হিসেবে দায়িত্ব নেবেন কার্লো আনচেলত্তি। কনফেডারেশন অব ব্রাজিল ফুটবলের (সিবিএ) প্রেসিডেন্ট এডনাল্ড রদ্রিগুয়েজ সংবাদ মাধ্যম রেড গ্লোবো’কে নিশ্চিত করেই খবরটি দিয়েছে।
তবে আনচেলত্তি চলতি মৌসুমে নয়, ব্রাজিলের দায়িত্ব নেবেন আগামী মৌসুমে। রিয়াল মাদ্রিদের সঙ্গে আনচেলত্তির চুক্তি শেষ আগামী মৌসুমের ১ জুন। এরপরই চুক্তির ঘোষণা দিতে চান সিবিএ-এর প্রেসিডেন্ট।