ভরা গরমেও খুশকির সমস্যা পিছু ছাড়ছে না? সমাধান রয়েছে অ্যাপল সাইডার ভিনিগারে

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৮ জুন ২০২৩, ২০:৫৫

শারীরিক কোনও জটিলতা নেই। চুলে নানা রকম কায়দা করতে গিয়ে রাসায়নিকও ব্যবহার করেননি কোনও দিন। অথচ চুল ঝরে যাচ্ছে। চিকিৎসকেরা বলছেন, তেমন মারাত্মক কোনও সমস্যা না থাকলেও মাথায় থাকা খুশকিকে হালকা ভাবে নেওয়ার কিন্তু কোনও কারণ নেই। সামান্য একটু-আধটু খুশকি থেকেই চুল পড়ার পরিমাণ মারাত্মক হারে বেড়ে যেতে পারে। শীতকালে খুশকি যতটা চোখে পড়ে, অন্যান্য সময়ে ততটা পড়ে না। তার মানে কিন্তু এই নয় যে, বছরের অন্যান্য সময়ে মাথায় খুশকি থাকে না। খুশকি দূর করার শ্যাম্পু ব্যবহার করে এই সমস্যা থেকে সাময়িক রেহাই মিললেও তা পুরোপুরি নির্মূল করতে পারে না। তবে অ্যাপল সাইডার ভিনিগার এ ক্ষেত্রে কিছুটা সাহায্য করতে পারে।


চুলের জন্য অ্যাপল সাইডার ভিনিগার ব্যবহার করবেন কেন?


১) মাথার ত্বকের যে কোনও ধরনের সংক্রমণ কমাতে পারে এই ভিনিগার।


২) মাথার ত্বকে সংক্রমণ সৃষ্টিকারী ব্যাক্টেরিয়াগুলি প্রতিহত করে অ্যাপল সাইডার ভিনিগারের অ্যান্টিফাঙ্গাল গুণ।


৩) এই ভিনিগারে উপস্থিত আলফা-হাইড্রক্সি অ্যাসিড মাথার ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us