পাকিস্তানের আজকের পরিণতির জন্য দায়ী কে? দেশটির এই ‘হাল’ হলো কী করে? এর উত্তরে যদি বলা হয় এর দায় সেনাবাহিনীর, তবে কি ভুল বলা হবে? এই দাবির পক্ষে যুক্তি হলো, দেশের রাজনৈতিক ব্যবস্থা ও সমাজজীবনকে নিয়ন্ত্রণে রাখার চিন্তা থেকে সেনাবাহিনীর ষড়যন্ত্র ও টালবাহানার কারণেই পাকিস্তান আজকের অচলাবস্থায় ভুগছে।
চলতি বছরের শেষের দিকে নভেম্বর নাগাদ পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে মূল প্রশ্ন হলো, নির্বাচনে ক্ষমতাসীন পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম)-এর মতো দল কিংবা কয়েকটি দলের জোটবদ্ধ বিজয়ে কি পাকিস্তানের চলমান পরিস্থিতির উন্নতি ঘটবে, নাকি চলমান বিশৃঙ্খলা আরও বাড়বে সামনের দিনগুলোতে?