সাংবাদিক নাদিম হত্যা: আদালতে বাবু, রিমান্ড ৯ জনের

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৮ জুন ২০২৩, ১৫:১৪

জামালপুরে সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ চার আসামিকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করেছে পুলিশ। 


রোববার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের আদালতে তাকে হাজির করা হলেও বেলা আড়াইটা পর্যন্ত তাদের শুনানি শুরু হয়নি বলে জানিয়েছেন জামালপুর জজকোর্টের আইনজীবী ইউসুফ আলী। 


তবে এর আগে গ্রেপ্তার হওয়া ৯ জনকে হাজির করা হলে আদালত চারজনকে চার দিন এবং পাঁচ জনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে। 


নাদিম হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে নয়জনকে জামালপুর পুলিশ গ্রেপ্তার করেছে। রোববার দুপুরে তাদের রিমান্ড মঞ্জুর করেন আদালত।


এর মধ্যে র‌্যাব রোববার ভোরে বাবুকে পুলিশের কাছে হস্তাস্তর করলে দুপুরে বাবুসহ চার আসামিকে জামালপুর আদালতে নেওয়া হয়।


এর আগে শনিবার পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক আত্মীয়ের বাড়ি থেকে জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম খুনের ‘হোতা’ হিসেবে চিহ্নিত বাবুসহ চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল র‌্যাব।


এদিকে চেয়ারম্যান বাবুকে থানা থেকে আদালতে নেওয়ার সময় নাদিমের স্বজনসহ স্থানীয়রা আসামিদের ফাঁসির দাবিতে বকশীগঞ্জ থানার সামনে বিক্ষোভ করেন।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us