৮১-তে ফেরদৌসী মজুমদার, ৫১-তে ত্রপা

আরটিভি প্রকাশিত: ১৮ জুন ২০২৩, ১০:৩৭

১৮ জুন, ১৯৪৩। দিনটি ছিল শুক্রবার। এ দিনেই পৃথিবীতে যাত্রা শুরু করেন কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। ত্রিশ বছর পর (১৮ জুন, ১৯৭৩), সেদিন ছিল সোমবার। একইদিনে তার কোলজুড়ে আসে কন্যা ত্রপা মজুমদার। এরইমধ্যে জীবনের ৮০ বসন্ত পার করলেন মা, আর মেয়ে ৫০।


ফেরদৌসী মজুমদারের যখন জন্ম, সে আমলে ঘটা করে জন্মদিন পালনের বালাই ছিল না। এমনকি তার জন্মদিন কবে, দীর্ঘ সময় পর্যন্ত সেটি জানতেনই না অভিনেত্রী। বিশেষ কোনো কারণে জন্মদিন জানার প্রয়োজন হলে বাবার লিখে রাখা ডায়েরিতে চোখ বুলাতেন।


মেয়ে ত্রপার বয়স তখন ছয় কি সাত। একদিন বাবার ডায়েরিতে চোখ বুলাতে গিয়ে চমকে ওঠেন ফেরদৌসী মজুমদার। তিনি প্রথম খেয়াল করেন, তারা মা-মেয়ে একইদিনে জন্ম নিয়েছেন। সেদিন মেয়েকে জড়িয়ে আবেগে ভেসেছিলেন এই কিংবদন্তি। সেদিন থেকেই দিনটি বিশেষ হয়ে যায়।


এরপর থেকে ঘরোয়াভাবেই মা-মেয়ের জন্মদিন উদযাপিত হতো। দুজন দুজনকে সারপ্রাইজ দেওয়ার জন্য উঠেপড়ে লাগতেন। তবে ত্রপার বিয়ের পর চিত্র খানিকটা পরিবর্তন হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us