বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বেশ ক’টি বই বাজারে আছে, কিন্তু রাজনৈতিক অর্থনীতির আলোকে বিশ্লেষণধর্মী বই পাওয়া দুর্লভ। সেদিক থেকে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক বিশিষ্ট অর্থনীতিবিদ কে, এ, এস, মুরশিদের সম্প্রতি প্রকাশিত বইটি ব্যতিক্রম বলে মনে হয়। বইটির শিরোনাম ‘ফিরে দেখা সম্ভাবনা ও সংকট: বাংলাদেশের উন্নয়নের রাজনৈতিক অর্থনীতি’ (দি অডস রিভিজিটেড: পলিটিক্যাল ইকোনমি অব দ্য ডেভেলপমেন্ট অব বাংলাদেশ)
তিনশ পৃষ্ঠার অধিক হার্ড কভারে আচ্ছাদিত বইটিতে মোট দশটি অধ্যায়ে লেখক বাংলাদেশের উন্নয়ন গল্প বলার প্রয়াস নিয়েছেন। দু-একটা ছাড়া বিষয়বস্তুগুলো যে একেবারে নতুন তা হয়তো বলা যাবে না, কিন্তু সমন্বিত, অঙ্গীভূত এবং হলিসটিক তথা সামগ্রিক গল্প গড়ার অভিপ্রায় এবং একই সঙ্গে খাত, উপখাত ও সামষ্টিক স্তরে প্রধান উন্নয়ন গতিশীলতা অনুসরণ করায় বইটি একটি আলাদা অবস্থান তৈরিতে সক্ষম হয়। লেখক মনে করেন, ‘বাংলাদেশ সারপ্রাইজে’র পেছনে ভূমিকা রেখেছে কতগুলো একমাত্রিক উপাদান– যেমন তৈরি পোশাক ও রেমিটেন্স অথবা নারীর ক্ষমতায়ন এবং ক্ষুদ্রঋণ (যদিও কেউ এমন ধারণা করেছেন বলে আমাদের জানা নেই)– এ ধারণা বাতিল করার জন্য এমন একটি প্রচেষ্টার প্রয়োজন ছিল । যাই হোক, এইসব খণ্ড খণ্ড ব্যাখ্যা সমন্বিত করে একটা বিস্তৃত উন্নয়ন গল্প নিয়ে হাজির হয়েছেন লেখক; এবং তাঁর বিশ্বাস এই উদ্যোগ গল্পে থাকা ফাঁকা জায়গা পূরণে অবদান রাখবে।