কর্মমুখর নগরী গড়ার প্রতিশ্রুতি দিয়ে নৌকায় ভোট চাইলেন লিটন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৭ জুন ২০২৩, ২৩:২১

রাজশাহীর উন্নয়নের ধারা চলমান রাখতে এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে নৌকা মার্কায় ভোট দিতে নগরবাসীকে আহ্বান জানিয়েছেন সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন।


শনিবার বিকালে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের পশ্চিম বুধপাড়া ও বিনোদপুর বাজারে গণসংযোগ করেন তিনি। এ সময় পথসভায় দেওয়া বক্তব্যে ভোটারদের কাছে নৌকায় ভোট দিয়ে তাকে জয়ী করতে অনুরোধ জানান।


খায়রুজ্জামান লিটন বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর উন্নয়নে ২০১৯ সালে ২৭০০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেন। সেই প্রকল্পের মধ্যে ১২০০ কোটি টাকার উন্নয়ন করা সম্ভব হয়েছে। প্রশস্ত রাস্তা, ড্রেন, আলোকায়ন, স্কুল-কলেজ, গোরস্থান, ঈদগাহ, শশ্মাণঘাট ইত্যাদি অবকাঠামো ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে।


“করোনাভাইরাস মহামারী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ডলারের দাম বৃদ্ধি ইত্যাদি কারণে সময়ের অভাবে অনেক কাজ করা যায়নি। ওই প্রকল্পের আরও ১৫০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। পিছিয়ে পড়া রাজশাহীর মানুষের ভাগ্যের কল্যাণে বাকি কাজগুলো করতে চাই।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us