ভূমধ্যসাগর ক্রমশই হতে চলেছে সলিলসমাধির সাগর। বুধবার ১৪ জুন গভীর রাতে গ্রিসের উপকূলে আবারও ডুবেছে প্রায় সাড়ে ৭০০ শরণার্থী বোঝাই একটি জাহাজ। উদ্ধার করা গেছে মাত্র ১০৪ জনকে। সাগরে সলিলসমাধি ঘটেছে পাঁচ শতাধিক মানুষের।
এ ঘটনা যখন ঘটল, ঠিক তার এক সপ্তাহ আগেই ইউরোপীয় ইউনিয়ন ইউরোপে শরণার্থীদের প্রবেশের বিষয়ে কড়া আইন করার সিদ্ধান্ত নিয়েছে। জাতিসংঘের অভিবাসীবিষয়ক সংস্থা আইওএম জানায়, ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগর পা
ড়ি দিতে গিয়ে ২০ হাজারের বেশি মানুষ মারা গেছেন।