কানাডার কুইবেক প্রদেশের বাসিন্দা ট্রুডি শ্যাটলার ম্যাককিনন। সম্প্রতি সাগরের ধারে পড়ে থাকা জিনিসপত্র ঘেঁটে দেখছিলেন এই নারী। হঠাৎ চোখে পড়ে একটি বদ্ধ প্লাস্টিকের বোতল। ভেতরে একটি কাগজে কিছু লেখা। লেখাগুলো পড়ে তিনি জানতে পারেন, বোতলটি ৩৪ বছর আগে সাগরে ফেলা হয়েছিল।
বোতলটি নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন শ্যাটলার। সেখানে লিখেছেন, ‘আমি একটি প্লাস্টিকের বোতল পেয়েছি। সেটির ভেতরে কাগজে লেখা একটি চিরকুট রয়েছে। সেটিতে লেখা, বোতলটি কানাডার নিউফাউন্ডল্যান্ড প্রদেশ থেকে সাগরে ফেলেছিলেন এক জেলে। সেটি ১৯৮৯ সালের মে মাসের ঘটনা। দিনটি ছিল রোদঝলমলে। কোনো বাতাস ছিল না। এর পর থেকে বোতলটি ৩৪ বছর ১ সপ্তাহ টিকে রয়েছে। যিনি বোতলটি পানিতে ফেলেছিলেন, তাঁর সঙ্গে কথা বলতে পারলে আমার ভালো লাগবে।’