পাকিস্তানে ব্যবসা গোটাচ্ছে শেল পেট্রোলিয়াম

প্রথম আলো প্রকাশিত: ১৭ জুন ২০২৩, ১৬:০৬

পাকিস্তান ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটিশ বহুজাতিক তেল-গ্যাস কোম্পানি শেল পেট্রোলিয়াম। গত বুধবার শেল পাকিস্তান (এসপিএল) জানিয়েছে, মূল কোম্পানি শেল পেট্রোলিয়াম পাকিস্তানে তাদের ৭৭ শতাংশ শেয়ার বিক্রি করে দেবে। খবর রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়ার।


রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি বড় ধরনের আর্থিক সংকট ও অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। পাকিস্তানি মুদ্রা রুপির ব্যাপক অবমূল্যায়ন হয়েছে। এ ছাড়া পাকিস্তান সরকারের কাছ থেকে ঠিকভাবে পাওনা অর্থ ফেরত না পাওয়ায় ২০২২ সালে ক্ষতির মুখে পড়ে শেল পাকিস্তান। এসব কারণে পাকিস্তানে ব্যবসা বন্ধের পথে হাঁটছে শেল।


শেল পাকিস্তানের একজন মুখপাত্র রয়টার্সকে বলেন, শেল পেট্রোলিয়াম ব্যবসার প্রবৃদ্ধি ও কার্যক্রম সহজ করার জন্য শেল পাকিস্তানের অধিকাংশ শেয়ার (৭৭ দশমিক ৪২ শতাংশ) বিক্রির প্রক্রিয়া শুরু করেছে। এ ছাড়া পাকিস্তান-আরব পাইপলাইন কোম্পানি লিমিটেডে থাকা শেলের ২৬ শতাংশ মালিকানাও বিক্রি করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us