প্রথম প্রান্তিকে ওএলইডি স্মার্টফোনের বিক্রি বেড়েছে

বণিক বার্তা প্রকাশিত: ১৭ জুন ২০২৩, ১০:২২

স্মার্টফোনে ডিসপ্লে একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ক্ষেত্রে ডিসপ্লের ওপর ভিত্তি করেই গ্রাহক তাদের পছন্দের ফোন বেছে নেন। স্মার্টফোনের ডিসপ্লে তাই ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যা গ্রাহকের ক্রয় প্রবণতাকেও প্রভাবিত করছে। উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসহ ওএলইডি (অর্গানিক লাইট এমিটিং ডায়োড) ডিসপ্লের উন্নত ভিউ অ্যাঙ্গেল, কালো রঙের সামঞ্জস্যতা ও ব্যাটারির দীর্ঘ আয়ু এলসিডির (লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে) তুলনায় আরো ভালো দেখার অভিজ্ঞতা প্রদান করে। ওএলইডি ডিসপ্লেকে তাই ভিন্নামাত্রায় উপস্থাপনের দিকে ঝুঁকছে স্মার্টফোন ব্র্যান্ডগুলো। যেমন এটির পাতলা ও নমনীয় প্যানেল বাঁকানো ডিসপ্লেসহ সরু আকৃতির স্মার্টফোন তৈরির সুযোগ এনে দেয়। 


গ্যাজেটস নাউতে প্রকাশিত খবরের তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী ওএলইডি ডিসপ্লেসহ স্মার্টফোন বিক্রির পরিমাণ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বৈশ্বিক প্রযুক্তিবিষয়ক বাজার গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্টের প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে বিক্রি হওয়া স্মার্টফোনের মধ্যে ৪৯ শতাংশই ছিল ওএলইডি ডিসপ্লের। ২০২০ সালের প্রথম প্রান্তিকে যে সংখ্যাটি ছিল মাত্র ২৯ শতাংশ। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, ২৫০ ডলার মূল্যের ওপরের ওএলইডি ডিসপ্লের শেয়ারও ২০২৩ সালের প্রথম প্রান্তিক পৌঁছেছে ৯৪ শতাংশে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us