দীর্ঘ সময় ধরে এক্সবক্স সিরিজ এক্স/এস লাইফসাইকেল নিয়ে কাজ করছে মাইক্রোসফট। সম্প্রতি এক ঘোষণায় এক্সবক্স ওয়ানের জন্য নতুন কোনো গেম তৈরি করা হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের এ প্রযুক্তি জায়ান্ট। খবর এনগ্যাজেট।
আগের জেনারেশনে বাজারে আনা মাইনক্রাফট ও হালো ইনফিনিটসহ অন্যান্য গেমের সাপোর্ট বজায় থাকবে। তবে এক্সবক্স গেম স্টুডিওস টিম পুরনো কনসোলের জন্য নতুন কোনো গেম টাইটেল তৈরি করছে না বলে সূত্রে জানা গেছে। স্টুডিওর প্রধান ম্যাট বুটি এক্সিওসকে জানান, আমরা জেনারেশন ৯-এ স্থানান্তরিত হয়েছি। এর মাধ্যমে তিনি এক্সবক্স সিরিজ এক্স/এস কনসোলকে নির্দেশ করেছেন। কম্পিউটারের জন্যও গেম তৈরি করে কোম্পানিটি।