গ্যাস পাইপলাইনে জরুরি সংস্কার কাজের জন্য আজ শুক্রবার (১৬ জুন) থেকে আগামী রবিবার (১৮ জুন) পর্যন্ত দুই দিন বগুড়ায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গত বুধবার (১৪ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) বগুড়া কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী অনুপ কুমার। পিজিসিএল জানায়, শুক্রবার (১৬ জুন) ভোর ৪টা থেকে রবিবার (১৮ জুন) ভোর ৪টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
পিজিসিএল বগুড়া কার্যালয়ের ব্যবস্থাপক জানান, বগুড়া আঞ্চলিক কার্যালয়ের আওতায় থাকা এলেঙ্গা-হাটিকুমরুল ও রংপুর মহাসড়ক প্রশস্তের কাজ চলছে। এ জন্য বগুড়ার শহরের বনানী মোড় থেকে তিনমাথা রেলগেট এলাকার পাঁচ হাজার তিন শ মিটার পথে ৮ ইঞ্চি মাপের পাইপলাইন প্রতিস্থাপন করা হয়েছে।
তিনি আরও জানান, এ লাইনের স্থায়ীভাবে গ্যাস প্রবাহ নিশ্চিত করতে শুক্রবার ভোর ৪টা থেকে রবিবার ভোর ৪টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। তবে গ্যাস সরবরাহ দ্রুত চালু করার জন্য চেষ্টা করবে কর্তৃপক্ষ।