শিশুসাহিত্যকে গুছিয়ে তোলা খুব জরুরি

বাংলা ট্রিবিউন ফাতেমা তুজ জোহরা প্রকাশিত: ১৫ জুন ২০২৩, ১৮:৩৪

আমাদের শিশুসাহিত্যে আর কতদিন মোটা শারীরিক গঠনের চরিত্র হয়ে থাকবে সবচেয়ে ‘বোকা’। ‘খারাপ মনে’র মানুষটির চেহারা হবে খুব খারাপ। আর কালো মোটা মেয়েটি, যার মুখভর্তি বসন্তের দাগ নিঃসন্দেহে সে হবে চরম কুটিল, বাজে, লোভী আর নিষ্ঠুর এক চরিত্র।


বাস্তবে টুকটুকে লাল রাজপুত্ররা সবচেয়ে কুৎসিৎ মনের নিষ্ঠুর মানুষটি হলেও গল্পে সে খারাপ মানুষ হতেই পারে না। কালো, খাটো মুখভর্তি কালো দাগের মেয়েটি রাজকন্যা হয়ে উঠতে পারবে কি কখনও? পিঠে কুঁজ আর গাভর্তি বসন্তের দাগ নিয়ে কিংবা কুচকুচে কালো বরণ নিয়ে হওয়া যাবে রাজপুত্র?


এসব প্রশ্নের উত্তর ‘না’। কেননা, শিশুসাহিত্য যুগ যুগ ধরে মানুষের ভালো ও মন্দকে শিশুর সামনে তুলে ধরার মাধ্যম হিসেবে বেছে নিয়েছে মানুষের শারীরিক গড়ন, রঙ, নানাবিধ শারীরিক বৈশিষ্ট্যকে। জীবনের সাদা ও কালো পথ চেনাতে গিয়ে আক্ষরিক অর্থেই গায়ের চামড়ার সাদা ও কালোকে রূপক করে তুলেছি আমরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us