প্রাণের বিবর্তন নিয়ে যেসব ধাঁধা এখনও মানুষকে ঘোল খাইয়ে আসছে, তার মধ্যে ‘মুরগি না ডিম? কোনটা আগে এসেছে’ এই প্রশ্নই সম্ভবত সবচেয়ে বেশিবার উচ্চারিত হয়েছে।
পণ্ডিত থেকে শুরু করে স্কুলের শিক্ষার্থী, সবাই এই প্রশ্নে থমকে যেত। বিজ্ঞানীরা সম্ভবত এবার এর উত্তর খুঁজে পেয়েছেন।
ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, আধুনিক পাখি ও সরীসৃপের পূর্বসূরীরা সম্ভবত বাচ্চাই প্রসব করতেন, ডিম পাড়তেন না।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইমস ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষকদের ওই অনুসন্ধানের খবর দিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
পাখি ও সরীসৃপদের পূর্বসূরীদের বাচ্চা প্রসব সংক্রান্ত বিস্তারিত গবেষণাটি নেচার ইকোলজি অ্যান্ড ইভোলিউশনে প্রকাশিত হয়েছে।