You have reached your daily news limit

Please log in to continue


বিএনপিপন্থি ১২ দলীয় জোটে আবারও ভাঙন

তিন মাসের মধ্যে আবারও ভাঙনের মুখে পড়লো বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে যুক্ত থাকা ১২ দলীয় জোট। এই জোটের দলগুলো বিএনপির ২০ দলীয় জোটের শরিক ছিল। এবার নতুন করে এনডিপি নামে একটি সংগঠনকে বহিষ্কার করেছে ১২ দলীয় জোট।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান। তিনি উল্লেখ করেন, ১২ দলীয় জোটের শরিক দল এনডিপি সম্প্রতি একটি হোটেলে আলোচনা সভার নামে কয়েকটি রাজনৈতিক দলের ভগ্নাংশকে নিয়ে তথাকথিত বৈঠক করে। সেখানে এনডিপি নেতা ক্বারি মো. আবু তাহের চলমান আন্দোলন সংগ্রামকে ব্যাহত করতে কিছু চক্রান্তমূলক বক্তব্য দেন। এর পরিপ্রেক্ষিতে ১২ দলীয় জোটের এক জরুরি (এনডিপি ছাড়া ১১ দলের) সভায় ক্বারি মো. আবু তাহেরের নেতৃত্বে এনডিপিকে সর্বসম্মতিতে ১২ দলীয় জোট থেকে বহিষ্কার করা হয়। আজ থেকে তিনি ও তার দল এনডিপি’র সঙ্গে ১২ দলীয় শরিক দলগুলোর কোনও জোটগত সম্পর্ক থাকবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন