সুনামগঞ্জে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাওরে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দোয়ারাবাজার উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মো. ঈসমাইল এবং ছাতক উপজেলার মৃত ওয়াহাব আলীর ছেলে আমীর আলী।
স্থানীয়রা জানান, দুজনই নিজ নিজ বাড়ির পাশে হাওরে মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাতে তারা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।