ঈদুল আজহায় সাতদিন বন্ধ থাকবে পণ্যবাহী ট্রাক পারাপার

বণিক বার্তা প্রকাশিত: ১৫ জুন ২০২৩, ১৫:০১

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ঈদুল আজহার আগে ও পরে তিনদিন করে মোট সাতদিন বন্ধ থাকবে পণ্যবাহী ট্রাক পারাপার। এ সিদ্ধান্তের বাইরে থাকবে পচনশীল পণ্যবাহী ট্রাক।


এ সময়ের চাহিদা মোকাবেলায় ঘাটে প্রস্তুত রাখা হয়েছে ১৮টি ফেরি ও ২০টি লঞ্চ। সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।


আজ বৃহস্পতিবার (১৫ জুন) সকালে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। যার আলোচ্য ছিল দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ঈদযাত্রায় নির্বিঘ্ন পারাপার ও যাত্রী সেবার মান বৃদ্ধি।


সভায় জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখায়রুজ্জামান, বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মণ্ডল, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন ও গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us